২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

অধ্যাপক আকতার চৌধুরীর শ্বাশুড়ীর জানাজা সম্পন্ন

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি অছিয়র রহমানের স্ত্রী সফুরা রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নাপিতখালী বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ মাঠে ( পূর্ব নাপিতখালি মসজিদ মাঠ) অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন বাঁশকাটা জামে মসজিদের খতির হাফেজ মাওলানা কবির আহমদ।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, মরহুমার স্বামী অছিয়র রহমান, মাওলানা আবদুস সমদ, মাওলানা কবির আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মাহমুদুল হক চৌধুরী, খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মাবুদ, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম, মাস্টার আবদুল কাদের, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর নির্বাহী সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী, সিবিএন এর যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর প্রমুখ।

শেষে স্থানীয় মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬.৫০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সফুরা রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন । তাকে ইতোপূর্বে থাইল্যান্ড বামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল । মৃত্যুকালে তার স্বামী, ৩ ছেলে ৪ মেয়ে ছিল।

মরহুমা সফুরা রহমান কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর শ্বাশুড়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।