৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

সাতকানিয়া থানাধীন বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান নামক জায়গায় অবস্থিত ঋষি আর্য অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। করোনা দুর্যোগে শুরু হতে তিনি এলাকার অভাবী ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন৷ লোহাগাড়া উপজেলায় ইতিমধ্যে দুই দফায় তিন হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠান। স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী অভাবী ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

উক্ত কার্যক্রমের মধ্যে এক ব্যক্তি মারফত তিনি জানতে পারেন, সাতকানিয়া থানার বাজালিয়া অনাথ আশ্রমের অনাথ শিশুরা খাদ্য সংকটে আছে। উক্ত বিষয়টি শোনার সাথে সাথে তাদের জন্য খাদ্য সামগ্রী প্রেরনের ব্যবস্থা করেন। সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্তের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী প্রেরন করেন।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা দুর্যোগে সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখছেন। এরই অংশ হিসেবে বাজালিয়া অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠান। উক্ত খাদ্য সামগ্রী পেয়ে অনাথ শিশুরা অত্যন্ত খুশি হয়েছে।

বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্ত বলেন, দাদা একজন দয়াবান লোক। এই দুর্যোগে সবসময় এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন। আমার এলাকার অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। ঈশ্বর উনার মংগল করবেন।

আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ বলেন, মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠান টি চলছে। এই সময়ে খাদ্য সামগ্রী পাওয়ায় শিশুরা খুশি। আমি দাতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর্শীবাদ করছি।

এসময় উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সেবক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।