নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৩৬ মিয়ানমারের নাগরিককে প্রতিহত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেখানে ১৬ জন পুরুষ, ৫ নারী এবং ১০ শিশু রয়েছে বলে জানায় বিজিবি। তাদের বিজিবি হেফাজতে নিয়েছে।
রোববার (০৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের মেন্ডারডেইল সীমান্ত থেকে অনুপ্রবেশের সময় তাদের প্রতিহত করার দাবি করে বিজিবি।
টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৬ মিয়ানামারের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির আভিযানিক দল কর্তৃক তা প্রতিহত করা হয়েছে। বিজিবির তৎপরতায় অনুপ্রবেশে ব্যর্থ হয়ে মায়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তন বর্তমানে চলমান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।