২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

অনুপ্রবেশে চেষ্টাকালে এক নৌকা, ১৭ রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকাসহ অন্তত ১৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বুধবার ভোরে উখিয়ার পালংখালী এবং টেকনাফের নাফ নদীর খারাংখালী পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর থেকে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও তাদের দৃষ্টি এড়িয়ে অনেক রোহিঙ্গা ইতিমধ্যে এদেশে আশ্রয় নিয়েছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, পালংখালী পয়েন্টে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে নারী ও শিশুসহ সাত জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

“এ সময় বিজিবির টহল দল বাধা দিলে আবার মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যায় তারা। ”

এছাড়া খারাংখালী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানান।

তিনি বলেন, “খারাংখালীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে অন্তত ১০ রোহিঙ্গা ওই নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা করছিল; বিজিবির টহল দল তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করে।”

গত ১ ডিসেম্বর থেকে বুধবার পর্যন্ত রোহিঙ্গাদের বহনকারী ৭১টি বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে মেজর রাসেল জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।