২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অপরাধী যেই হোক প্রশাসন ব্যবস্থা নেবে

chakaria jafar

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক ও মাদক বিরোধী উদ্ভুদ্ধ করণ সভা ১৮এপ্রিল বিকাল ৩টায় ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে, ইউনিয়ন পরিষদ ও কর্মনীড় এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উদ্ভুদ্ধ করণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মো:মোর্শেদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক (এফসিপিএস-গাইনী) ডা: মর্তুজা বেগম রানু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সিনিয়র আইনজীবি এড্ লুৎফুল কবির, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন এমইউপি, সাংবাদিক এম আর মাহমুদ, সাংবাদিক জহিরুল ইসলাম সহ সকল বিদ্যালয় ও মাদরাসার প্রধান, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার। এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতির বক্তব্যে বলেন, দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধীদলীয় নেত্রী সহ দেশের অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। এমনকি প্রশাসনের সর্বক্ষেত্রে নিয়োগ দেয়া হচ্ছে নারী বান্ধব অফিসার। এ অবস্থায় নারীদের প্রতি বৈষম্য আচরণ, অবিচার, অনৈতিক হস্তক্ষেপ নির্যাতন কিছুতেই সহ্য করা যায়না। একইভাবে বাল্য বিবাহ প্রতিরোধে সর্বমহলকে সচেতন থাকতে হবে। স্কুল-মাদরাসায় পড়–য়া শিক্ষার্থীদের যাতে কোন বখাটে ইভটিজিংয়ের মতো কোন ঘটনা ঘটাতে নাপারে সেজন্য ইভটিজারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করতে হবে। সামজ থেকে মাদক নির্মূলে কাজ করতে হবে এবং যৌতুক প্রতা থেকে সরে আসতে হবে। যারা এসব অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলে সকলেই হুশিয়ারী দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।