২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

অপহরণের ১০ ঘন্টা পর ১লক্ষ টাকায় বিএনপি নেতা মুক্ত

Foridul Alam BNP22
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফরিদুল আলম (৫৫)কে অপহরণের ১০ ঘন্টা পর মোবাইল বিকাশের মাধ্যমে ১লক্ষ টাকা মুক্তিপন আদায়ের পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপর দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এর আগে গতকাল বুধবার ২২ এপ্রিল সকাল ৮ টার সময় ফরিদুল আলম বান্দরবান আদালতে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে ঈদগড়-ঈদগাও সড়কের ঈদগাও ঢালা নামক এলাকা থেকে আরো দুই জনকেও অপহরণ করা হয়। অপহৃত ফরিদুল আলম বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল নামক এলাকার বাসিন্দা। অপহৃত অপর দুই ব্যাক্তি হচ্ছেন- রামু উপজেলার ঈদগড় বউঘাট নামক এলকার বাসিন্দা কাসেম আলীর ছেলে ড্রাইভার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের মোহাম্মদ সওদাগরের ছেলে নুরুল ইসলাম।
অপহৃত ফরিদুল আলমের ছেলে ওসমান সরওয়ার এ প্রতিবেদককে জানান, গতকাল দুপুর ১টার দিকে তাঁর বাবার ব্যবহৃত মোবাইল নং ০১৮৩২-৭২১৯৭০ থেকে তাঁকে মোবাইলে ফোন করে অপহরণকারীরা। এসময় মুক্তিপনের দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে দ্রুত পরিশোধ করতে বলেন। পরে বুধবার সন্ধ্যা ৬.৫০ টায় ঈদগাও ভোমরিয়া ঘোনা এলাকা থেকে ফিরে আসে ফরিদুল আলম।
ঘটনার পর পরই অপহৃতদের উদ্ধারে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ব্যাঙডেবা থেকে শুরু করে ঢুইল্যাঝিরি নামক এলাকা পর্যন্ত অভিযান চালায়। এসময় ঈদগড় পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল হাসেমের কাছ থেকে বার বার অভিযানে সহযোগিতা চেয়েও ব্যার্থ হচ্ছেন অপহৃত পরিবারের লোকজন ও বাইশারী ফাড়ি পুলিশ।
এ সংবাদ লিখা পর্যন্ত অপহৃত তিন জনের মধ্যে ফরিদুল আলম নিজ বসতবাড়িতে ফিরে এসেছে। তবে অপর দুই জনের খোজ এখনো মিলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।