টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।
মঙ্গলবার সকালে তাদেরকে ফেরত আনা হয়। তবে ফেরত আনা জেলেদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বিজিবি-২ এর মেজর আবু রাসেল জানান, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে তাদেরকে ধরে নিয়ে যায় বিজিপি। পরে বিজিপি’র সাথে আলাপ আলোচনা করে ফেরত আনা হয়েছে। এদের বিরুদ্ধে বিদেশি জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, বিজিবি ৪ জন জেলেকে টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে দেশিয় জলসীমা অতিক্রম করার দায়ে মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।