বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে পাকিস্তান। ১০ ওভার শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৫৮ রান।ব্যাট করছেন সামি আসলাম ও আজহার আলী।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।
বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু পাকিস্তান দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। স্কোয়াডে যুক্ত হয়েছেন উমর গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম। আর দল বাদ গেছেন রাহাত, সরফরাজ ও সাঈদ আজমল।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে ২-০ তে জিতেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করার স্বাদ নেবে স্বাগতিকরা।
দারুণ ফর্মে রয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে টানা দুটি সেঞ্চুরি করেছেন তিনি। শেষ ম্যাচে সেঞ্চুরি করলে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়বেন তামিম। এর আগে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে টানা দুটি করে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, হারিস সোহাইল, ফাওয়াদ আলম, সামি আসলাম, মোহাম্মদ রিজওয়ান, সাদ ইসলাম, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, উমর গুল ও জুলফিকার বাবর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।