“সকলের নিকট আকুল আবেদন।
দেশের সকল স্তরের নেতৃবৃন্দরা যেন এই মহা দূর্যোগে নগদ টাকা ও খাদ্যদ্রব্য দিয়ে অসহায় মানুষদের সহযোগিতা করতে আকুল আবেদন করছি।
মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে এই মহাদূর্যোগ সামাল দেয়া অসম্ভব হয়ে পড়বে।
মাননীয় সকল মন্ত্রী, এমপি, জেলা চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান,শিল্পপতিসহ সকল ধনীদের কে দেশের এই মহাদূর্দিনে অসহায় মানুষদের নগদ টাকা ও খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করার আকুল আবেদন করছি।
সাথে আরো কিছু আবেদন যথাক্রমে,
১,সকল সরকারী চাকুরি জীবিদের বেতনের একভাগ অসহায় মানুষদের মাঝে দিয়ে সহযোগিতা করা।
২, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে জনসাধারণের মাঝে সহযোগিতা করা।
৩, কালোবাজারিদের সম্পদ জব্দ করে জনসাধারণের মাঝে সহযোগিতা করা।
৪, সুদীমহাজনদের সম্পদ জব্দ করে জনসাধারণের মাঝে সহযোগিতা করা।
৫, চিহ্নিত করে অবৈধ ব্যবসায়ীদের সম্পদ জব্দ করে জনসাধারণের মাঝে সহযোগিতা করা।
৬, সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন, বেসরকারি স্কুলের শিক্ষক, বেসরকারি মাদ্রাসার শিক্ষক, বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকদের এবং সকল গার্মেন্টসে চাকুরি জীবিদের আগাম তিনমাসের বেতন এখনি দিয়ে দেয়া।
মাননীয় সরকার প্রধান চাইলে উপরে উল্লেখিত আবেদন গুলো একটি নির্বাহী হুকুমেই বাস্তবায়ন করতে পারেন যেকোনো সময়।
কথা গুলো সাধারণ মানুষের জন্য বললাম।
সরকার জনগনের জন্য, জনগণ বাঁচলে সরকারের সফলতা। সরকারকে কঠোর হতে হবে।
মনে রাখতে হবে পেটে ভাত থাকলে, পিঠে লাথির আঘাত শয়তে পারে। পেটে ভাত থাকলে মানুষ রাস্তায় বের হবে না।
সবার প্রতি আকুল আবেদন করছি, সরকারি নির্দেশ মানতে হবে এবং অবশ্যই মেনে চলতে হবে আমাদের।
লেখাটি শেয়ার করার জন্য বিশেষ আবেদন করছি।
লেখক
রুহুল আমিন সিকদার।
সম্পাদক দৈনিক কক্সবাজার ৭১.
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।