২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

অসহায় মানুষের পাশে ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি:

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে যেন বঞ্চিত না হয় সে লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টায় কক্সবাজার শহরের পূর্বপাহাড়তলী ইছুলের ঘোনা মাঠে প্রায় ২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল-১৫ কেজি, আলু-৫ কেজি, পিঁয়াজ-৩ কেজি, ছোলা-৩ কেজি, ডাল-৩ কেজি, তেল-২ লিটার। স্থানীয় লোকজন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এসময়ে কবির আহমদ কোম্পানী এবং তার দুই ছেলে ওসমান গণি ও ওসমান সরওয়ার টিপু তাদের পাশে দাঁড়িয়েছেন। যেকোন সংকটে কবির কোম্পানির পরিবারের পক্ষ থেকে সাহায্য সহায়তা পেয়েছে পুরো এলাকাবাসী। এবার রমজানেও ত্রাণ পেয়ে তারা অনেক খুশি।
পাহাড়তলী এলাকার স্বামী হারা হালিমা বেগম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। রমজানে সাহরী-ইফতারের বাজার কেনার মতো  সামর্থ্য নেই আমার। এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়েছেন কবির কোম্পানির পরিবার। তাদের দেয়া ত্রাণগুলো পেয়ে অনেক খুশি হলাম। বাবা হারা আমার সন্তানদের নিয়ে কয়েকদিন অন্তত ভালোভাবে চলতে পারবো।’
এবিসি ঘোনা থেকে ত্রাণ নিতে আসা দিন মজুর আবুল মনজুর বলেন, ‘প্রতি বছর আমাদের পেটের খবর নেয় কবির কোম্পানির ছেলে ওসমান সরওয়ার টিপু ও ওসমান গণি। করোনার সময়েও আমাদের ত্রাণ দিয়ে সাহায্য করেছে তারা। তাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।’
পশ্চিম পাহাড়তলীর কামাল হোসেন বলেন, ‘১ হাজার টাকার নোট নিয়ে বাজার করতে গেলে ৩/৪টি পণ্য কিনলে আর অবশিষ্ট টাকা থাকে না। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে ওসমান সরওয়ার টিপু ও তার ভাই ওসমান গণি আমাদের মতো দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সওয়াবের ভাগিদার হয়েছে। আল্লাহ যেন তাদের আয়-রোজগার ও সম্পদে বরকত দান করেন সেজন্য দোয়া করি আমরা।’
ত্রাণ পেয়ে হাজেরা খাতুন বলেন, ‘চাল, ডাল, আলু তেল, ছোলা, পিঁয়াজ সবকিছু পেয়েছি। অনেকদিন পর্যন্ত খেতে পারবো। আল্লাহ পাক যেন কবির কোম্পানির পরিবারকে এভাবে প্রতিবছর আমাদের মতো গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। তারা সবসময় আমাদের পাশে দাঁড়ায়।’
কবির কোম্পানির ছেলে ওসমান সরওয়ার টিপু বলেন, ‘সিয়াম সাধনার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী থেকে আমার এলাকার গরীব অসহায় মানুষগুলো যেন বঞ্চিত না হয় তাই আমাদের ভাবনায় ছিল রমজানে তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রতি বছর রমজান, ঈদ এবং সংকটে প্রয়োজনীয় পণ্যদ্রব্য বিতরণ করে থাকি। করোনা মহামারির সময়েও আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক ত্রাণ বিতরণ করেছি।’
বড় ছেলে ওসমান গণি বলেন, ‘প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে আমাদের আজকের এই ত্রাণ সহায়তা। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যেন সবসময় গরীব অসহায় মানুষের দাঁড়াতে পারি, সেজন্য সকলের কাছে আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন যুব কল্যাণ পরিষদ সহযোগিতায় করেন। এসময় কবির কোম্পানী ও তার পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।