শফিক আজাদ,(চীপ রিপোর্টার): মিয়ানমার সেনা ও নিরাপত্তা বাহিনী বিজিপিরর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছেন দেশের স্বনামধন্য প্রতিষ্টান বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪০হাজার থামি, ২৫হাজার লুঙ্গি, ৩হাজার শিশুদের পোশাক, সুয়েটার ৩২০০, জিন্স প্যান্ট (শিশুদের) ১৮০০, মশারী ৬০০, ত্রাণ সামগ্রী বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের পক্ষে আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া। এসময় সাথে ছিলেন রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, দৈনিক দেশবিদেশ পত্রিকার সম্পাদক অাইয়ুবুল ইসলাম। এছাড়া বসুন্ধরা গ্রুপ উখিয়ার কুতুপালং, বালুখালী থাইংখালী তাজনিমারখোলা, বাঘঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ২৫০বান্ডিল টিন, ৫০০ স্যানিটরী ল্যাট্টিন, একশ নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।