বিশেষ প্রতিবেদকঃ
অপরাধ নির্মূলে যথেষ্ট ভূমিকায় রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এবং জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (নিঃ) খোকন কান্তি রুদ্র। বৃহস্পতিবার কক্সবাজার পুলিশ লাইন্স এ মাসিক কল্যাণ সভায় তাদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার ( এসপি) মো. সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক) সহ জেলা পুলিশের অন্যান্য সহকর্মীগণ।##
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।