বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন বলেছেন, রাজনীতিতে অস্ত্র ও পেশিশক্তির দিন শেষ হয়ে গেছে। অস্ত্র ও পেশিশক্তি প্রয়োগ করে নেতা হওয়া বা ক্ষমতায় যাওয়া আর কখনো সম্ভব হবে না। তাই শিক্ষা ও জ্ঞান অর্জন ছাড়া কোনো উপায় নেই। নেতা হতে হলে অবশ্যই শিক্ষিত ও জ্ঞানী হতেই হবে। শিক্ষিত ও জ্ঞানী নেতারাই আগামীতে দেশ পরিচালনা করবেন। রোববার কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত ‘শিক্ষার জন্য সমাবেশ’ এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এক কথা বলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষিত হয়েই দেশের আগামীর নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষা এবং জ্ঞান অর্জন ছাড়া ভালো জায়গায় যাওয়া যাবে না। তাই একাডেমিক শিক্ষার বাইরেও চারপাশ থেকে নানা শিক্ষা অর্জন করতে হবে।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের শিক্ষাকে এগিয়ে নিতে প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করেছেন। সরকারি উদ্যোগে এখন সকলে শিক্ষা নিতে পারছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এখন সেশনজট নেই।’
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে বিকাল ৪টায় শুরু হওয়া ‘শিক্ষার জন্য সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আদিপ্ত নন্দী, এরশাদুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক, আলী আহামদ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আরো একাধিক শীর্ষ নেতা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিস্তারিত আসছে———
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।