চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী এবং শান্তি শৃঙ্খলা সুরক্ষা কমিটি গঠনকল্পে খালেকের দোকান এলাকায় ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী বাবুলের কার্যালয়ে ১৮ নভেম্বর এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত সভায় বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, লোহাগাড়া পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রসেংজিৎ পাল,বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যক্তিত্ব তৌহিদুল ইসলাম চৌধুরী।মাষ্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্তিত ছিলেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী আবদুর রহিম, জাহাঙ্গীর আলম কচি, ফরহাদ হোসেন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ। সভায় আমিরাবাদ ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান চৌধুরী বাবুল বলেন,মাদক বিক্রেতারা দেশ ও সমাজের শত্রু। জঙ্গী, সন্ত্রাস ও মাদক নির্মুল করতে এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। সভায় সবার সম্মতিক্রমে জঙ্গী, সন্ত্রাস বিরোধী এবং শান্তি শৃঙ্খলা সুরক্ষা কমিটিতে ৫নং ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী বাবুলকে সভাপতি এবং বাবু প্রসেংজিৎ পালকে সাধারণ সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।