উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান অাল্লামা সৈয়দুল সৈয়দুল অামিন এডুকেশন সেন্টার এবং নুরবাহার হেফজখানার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগরের ইউ,পি চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন কোং।হারবাং ইউ,পি চেয়ারম্যান জনাব মিরানুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন অান্তর্জাতিক খ্যাতি মুফাসসিরে কোরঅান হযরতুল অাল্লামা মৌলানা শামীম অাল মামুন কাশেমী।বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য পেশ করেন অাগ্রবাদ মুহুরীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা লোকমান হাকিম জিহাদী।এছাড়া বহু ওলামায়ে কেরামগন গুরুত্বপূর্ন তকরীর পেশ করেন।।এসময় অন্যন্যের মধ্যে অাজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিক অাহামদ চৌং,অাজিজনগর পুলিশক্যাম্পের অাই,সি লিয়াকত অালী,ইসলামিক মিশনের মিশন প্রধান ডাঃ অাবু হোসেন,সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা,জেলা কৃষকলীগের সদস্য নাজিম উদ্দীন রানা,সহঃ স্বাস্হ্য পরিদর্শক অামজাদ হোসেন চৌং,সমাজসেবক ও শিক্ষানুরাগী রবিউল ইসলাম তারেক প্রমুখ।
আজিজনগর ইউপির জননন্দিত চেয়ারম্যান জসিম উদ্দীন কোং অত্র অলাকায় দ্বীনি শিক্ষার অালো জ্বালানোর জন্য সৈয়দুল অামিনের মত মহান ব্যক্তির উত্তরসূরিদের শ্রদ্ধায় স্মরণ করেন।তিনি বলেন, অাজকে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্টান থেকে যেসমস্ত অালেম বের হবে তারাই সমাজ থেকে অন্ধকার দূরে ঠেলে দিয়ে কোরঅান হাদীসের অালোকে একটি অালোকিত সমাজ প্রতিষ্টা করবে এটাই অামাদের প্রত্যাশা। অামাদের শেষ নিশ্বাসটুকু যাতে ঈমান ও নেক অামলের সাথে পৃথিবী থেকে নিতে পারি তিনি অাল্লাহপাক রাব্বুল অালামীনের কাছে ফরিয়াদ জানান। অত্র প্রতিষ্টান থেকে যেসব হাফেজে কোনঅান বের হবে তাদের প্রতি অান্তরিক অভিনন্দন জানান।তিনি প্রতিষ্টানের জন্য ব্যক্তিগত ভাবে ২০,০০০০/- টাকা অনুদান দেন এবং ভবিষ্যতে তার অব্যাহত।সহযোগিতার অাশ্বাস দেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।