ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী শহর সিরিয়ার রাক্কা দখলে অভিযানে নামছে ফ্রান্স। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার৷ এদিকে ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলার দায় নিয়েছে আইএস৷ শুধু তাই নয়, শুক্রবার বাংলাদেশের রাজধানীতে আত্মঘাতী হামলার দায় নিয়েছে এই সংগঠনটি।
সেই শহর পুনরুদ্ধারে বিশাল আক্রমণে যাবে সেনা জোট৷ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ ইভেস লে ড্রাইয়ান৷ তিনি বলেন, রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর।
২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মোসুল পুনরুদ্ধারে চেষ্টা চলছে৷ গত বৃহস্পতিবার রাক্কায় বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সেনা। এতে নিহতের সংখ্যা বহু।
সিরিয়ার রাক্কা দখল অভিযানের পাশাপাশি ইরাকের মোসুল দখলেও চলছে চূড়ান্ত অভিযান৷ আইএস প্রধান আবু বকর আল বাগদাদি এখনও অধরা৷ মোসুল শহর ছেড়ে এই জঙ্গি নেতা কোনো গোপন ঘাঁটিতে লুকিয়ে আছেন বলে ধারনা করা হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।