২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আওয়ামী লীগের পরাজয়ের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক দলসহ সর্বস্থরের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে নিলর্জ ভাবে ক্ষমতা আকঁড়ে ধরে আছেন। যে নির্বাচনে স্বঘোষিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রি পরিষদের অনেক সদস্য নিজেরা ভোট দেয়নি, দিতে হয়নি, বিনা ভোটে ১৫৪ জন এমপি হয়। এছাড়া প্রায় ৪৫টি কেন্দ্রে কেউ ভোট দিতে যায়নি এবং শতকরা ৫% জনগণ ভোট দেয়নি। এরপরও আওয়ামী লীগ বলে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি বলেন আওয়ামী লীগ পুনরায় আগামী নির্বাচনে আরেকটি নাটকের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। যা কোন ভাবেই গণতান্ত্রিক জনগণ বাস্তবায়ন করতে দেবে না। তিনি দেশ ও জাতিকে রক্ষা এবং  গণতন্ত্র পুনরুদ্দারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হঠানোর প্রস্তুতি নেয়ার আহবান জানান।
কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.টি.এম. নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ ইউনুছ, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সিটি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান নয়ন, জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক বাবু দোলন ধর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।