২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রলীগের সভায়-জাফর আলম

আগামীতে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে

চকরিয়া ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা শেষে দলীয় নেতাকর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের একটি অভিজাত রেস্তোরায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এরপর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জামশেদ উদ্দিন বাবুল, মুবিনুল হক, সাজ্জাদুর রহমান, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, শ্রমিকলীগ নেতা ও কাকারা মাঝেরফাড়ি সড়ক শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম ইমন।
অপরদিকে একইনি দুপুরে চকরিয়া ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। উপজেলা পরিষদস্থ উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাতনেতা শাহনেওয়াজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজনু, কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান। এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম, চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে ছাত্রলীগের সাংগঠনিক দক্ষতা আরো বেশি করে বাড়াতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির পিতার আর্দশ বুকে ধারণ করে দেশরত্ম শেখ হাসিনার অভিষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। কোন ধরণের বিশৃঙ্খল কাজে ছাত্রলীগের নেতাকর্মী জড়াবেনা, যাতে স্বাধীনতার স্বপক্ষের প্রাচীন ছাত্র সংগঠনের সুনাম ক্ষুন্ন হয়। তিনি বলেন, আগামী একাদশ নির্বাচনে আমাদেরকে চকরিয়া-পেকুয়ার আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। এইজন্য আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের পাশপাশি ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের জন্য কাজ করতে হবে।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম এদিন উপজেলা প্রশাসনের তিনটি ওউপজেলা ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। পাশাপাশি তিনি এদিন কয়েকটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।