২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আগামী সপ্তাহেই নতুন এফবিআই প্রধানের নাম ঘোষণা করবেন ট্রাম্প

আগামী সপ্তাহেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিদেশ সফরে যাওয়া আগে শুক্রবারের মধ্যে কারও নাম ঘোষণা করবেন তিনি।শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। সবাই জেনে-বুঝেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা সবাই একে অপরকে ভালোভাবে চেনে।’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, এই পদের জন্য প্রথম আইনজীবী অ্যালিস ফিসারের সাক্ষাতকার নেয় বিচার বিভাগ। এখন পর্যন্ত ১১জনকে এই পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে।  ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাককে তার কয়েকজন সহকর্মীকে নিয়ে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ও তার ডেপুটি রড রজেনস্টাইনের সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে।’ মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস।
কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।