শিক্ষার্থীদের কাজ হল অধ্যায়ন করা। তবে, অধ্যায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেই নিজেদেরকে আত্ন নিয়োগ করতে হবে। কারণ এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গঠনের একমাত্র হাতিয়ার। একদিন তারাই এদেশের দায়িত্ব নিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। ৩০ জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে ১১ টায় দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান লোহাগাড়া উপজেলার আধুনগর আকবর পাড়ায় প্রতিষ্টিত হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টানে সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর হাজ্বী সামশুল ইসলাম উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অাব্দুল্লাহ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্টিত বিদায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড় প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতা মাষ্টার সুনীল কুমার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সরওয়ার আক্তার, উপজেলা সদর ফয়েজ শফি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, যুবলীগ নেতা আবছার উদ্দিন,সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মাষ্টার মোহাম্মদ হোসেন, মোনাফ সওদাগর, মাওলানা মুহাম্মদ আইয়ুব, আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির বদ, সেক্রেটারি আলী আহমদ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।