১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা বুধবার সাড়ে ৬ টায় দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কাননের সঞ্চালনায় আজিজনগর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোং। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য। ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদক/সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক/সাংগঠনিক সম্পাদক।
সভায় দিবসটি উদযাপনে মোহাম্মদ উল্লাহ আজম খাঁনকে অাহবায়ক, জাতীয় শ্রমিকলীগ আজিজনগর শাখার সভাপতি আবুল কালাম কনট্রাকটর সদস্য সচিব করে কয়েকটি কমিটি গঠন করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।