কক্সবাজারকে বিশ্বের সাথে সংযোগ স্থাপনকারী কক্সবাজারের প্রথম ও শীর্ষ নিউজপোর্টাল এবং বাংলাদেশে জেলা পর্যায়ে প্রবীণতম অনলাইন সংবাদপত্র কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন)। ভালোবাসা দিবস ও সিবিএন’র জন্মদিন হাত ধরাধরি করে এসেছে। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারী এই দিনে যাত্রা শুরু করেছিল কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন)।
প্রতিষ্ঠার পর থেকেই এই পোর্টালটি কক্সবাজারের সকল সংবাদকে কক্সবাজারসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কক্সবাজারবাসীর সামনে তুলে ধরে আসছে। এই কারণে পোর্টালটি অগণিত পাঠকের আাস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমাদের দৃঢ়বিশ্বাস। শুধু কক্সবাজার নয়; কক্সবাজারের গন্ডি ছাড়িয়ে দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে শীর্ষ পাঠকপ্রিয়তা এই পোর্টালটির ঝুলিতে জমা রয়েছে। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি খবরের পিছনের খবরসহ কক্সবাজারের সকল খবর অনায়াসে তুলে ধরতে। তাতে আমরা সফলও হয়েছি বলে দাবি রাখতে পারি। অগণিত পাঠকের অকুণ্ঠ ভালোবাসাই তার প্রমাণ। পাঠকের ভালোবাসায় কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন) সকল ধারাবাহিকতা অব্যাহত রেখে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য অনেক দূর। লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার পথে পাঠকই আমাদের প্রাণ। আমাদের বিশ্বাস- পাঠকেরা সাথে থাকলে আমরা লক্ষ্যপানে পৌঁছে যাবোই। সেই সাথে সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের ভালোবাসার ঋণও শোধ করার নয়। এগিয়ে চলার পথে সবাই আমাদের সাথে আছেন। এই জন্য সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা। ৯ম বর্ষে পদার্পণের এই ক্ষণে সকলকে অশেষ শুভেচ্ছা।
‘এগিয়ে যাও কক্সবাজার, এগিয়ে যাবে বাংলাদেশ।’
শুভেচ্ছান্তে
অধ্যাপক আকতার চৌধুরী
প্রকাশক ও সম্পাদক
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।