১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

আজ নেপাল যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল

অনূর্ধ্ব-২৩ দলটিকে ঘিরেই আগামীর জাতীয় দলের স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু স্বপ্ন আর বাস্তবে অনেক ফারাক। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ফিলিস্তিনে খেলবে এই দলটি। অথচ এখনও নাকি ঠিকই হয়নি চূড়ান্ত দলের রূপরেখা! ২৭ জনের মধ্য থেকে ২৩ জনকে চূড়ান্ত দলে ডাকলেও বাকি চারজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। ঠিক হয়নি দলের অধিনায়কও। এই হল ইংলিশ কোচ অ্যান্ড্র– অর্ডের প্রথম মিশনে দলের হালহকিকত। আজ সকাল ১১টায় নেপালের উদ্দেশে রওয়ানা হবে দলটি। নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে যাবে ফিলিস্তিনে।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা শুরু হবে ১৯ জুলাই। ফিলিস্তিনে অনুষ্ঠেয় টুর্নামেন্টে পুলের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। তবে তার আগে নেপালে এবং বুধবার কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মূল মিশনে নামার আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের কোচ হিসেবে এটাই প্রথম এসাইনমেন্ট অ্যান্ড্র– অর্ডের। তবে নেপাল যাওয়ার আগে কোচ অর্ডের কথা, ‘জাতীয় দলের প্রতি সব সময়ই দেশবাসীর একটা আকাক্সক্ষা থাকে। কিন্তু ক’দিনেই আমূল পরিবর্তন সম্ভব নয়। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আমাদের ফিটনেস নিয়েও আরও কাজ করা বাকি রয়েছে। দেশের ফুটবল ভক্তদের বলব ধৈর্য ধরতে।’ তবে চূড়ান্ত দল নির্বাচন করতে না পারায় বেশ হতাশ অ্যান্ড্র–্র– অর্ড। তার কথা, ‘আমি এখনও আমার সেরা একাদশই ঠিক করতে পারিনি। ৬ থেকে ৭ জন খেলোয়াড়কে বাছাই করতে পেরেছি। আসলে দলটাকে তো পেয়েছি দু’সপ্তাহ আগে। এ ক’দিনে কতটা বোঝা যায়। আমাদের প্রস্তুতি এখনও শেষ হয়নি। আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলব। আর দলের অধিনায়ক ঠিক করব ফিলিস্তিনে গিয়ে।’ অর্ডের সঙ্গে সহকারী কোচ হিসেবে যাচ্ছেন মাহবুব হোসেন রক্সি।

এ টুর্নামেন্টে আকাশ ছোঁয়া প্রত্যাশা নেই বাফুফের। বরং আকাশকুসুম চিন্তা না করে বাস্তবতাকে মেনে নিয়েই টুর্নামেন্ট খেলতে দল পাঠাচ্ছে তারা। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের কথা, ‘ভুটানের কাছে জাতীয় দলের ওই হারটা ছিল অপ্রত্যাশিত। এখানেও আমাদের প্রতিপক্ষ তিনটি দলই (ফিলিস্তিন, জর্ডান ও তাজিকিস্তান) শক্তিশালী। তাই এখানে অনেক ভালো ফল আশা করা অনেকটা অবাস্তব। এ টুর্নামেন্টটাকে আমরা নিয়েছি বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং সাফের প্রস্তুতি হিসেবেই।’

দল নিয়ে ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কথা, ‘দুটি অনুশীলন ম্যাচ খেলবে ছেলেরা। সেখানে ঝুঁকিও রয়েছে। ইনজুরির সমস্যাও থাকতে পারে। তাই স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে স্ট্যান্ডবাইয়ে থাকা সুজন, মনসুর আমিন, ইব্রাহিম, সারোয়ার জামান নিপুদের মধ্য থেকে ডেকে নেয়া যাবে।’

অর্ডের অনূর্ধ্ব-২৩ দল : সোহেল রানা, রুবেল মিয়া, বাদশা, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি, নুরুল নাইম ফয়সাল, জাফর ইকবাল, আবদুল্লাহ, সুসান্ত ত্রিপুরা, মো. নাইম, সোহেল মিয়া, মাহফুজ হাসান প্রিতম, আতিকুজ্জামান, দিদারুল আলম, খালেকুর জামান সবুজ, ফজলে রাব্বি, তকলিস আহমেদ, মনজুরুর রহমান মানিক, আসাদুজ্জামান বাবলু, জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আনিসুর রহমান, রহমত মিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।