হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ত্রাণ প্রতিনিধি দল। এসময় তিনি বলেছেন, সরকার মিয়ানমার হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের সেবায় সেনাবাহিনী নিয়োগ দিয়ে শৃংখলা ফিরিয়ে এনেছে। সেনাবাহিনী অবস্থানের ফলে কোন অপশক্তি এখানে অবস্থান করে স্বার্থ হাসিল করতে পারবেনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মানবতার নেত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ বিশ্ব মোড়লদের দরবারে কফি আনান কমিশন কর্তৃক প্রণীত রিপোর্ট এবং শেখ হাসিনার ৫দফা দাবী বাস্তবায়ন করে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছেন বলে জানান। বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা ও জীবন রক্ষায় রাশিয়া ও চীনকে বাংলাদেশের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১অক্টোবর সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপজেলার হ্নীলাস্থ লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আসলে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানান। এসময় মন্ত্রী উপস্থিত শরণার্থী,রাজনৈতিক নেতা,প্রশাসনিক ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে উপরোক্ত কথা সমুহ বলেন। এই সফরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক এনামুল হক শামীম,প্রচার সম্পাদক ও রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য ডঃ হাসান মাহমুদ (এমপি), কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী,কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ডঃ আবু রেজা মোঃ নেজাম উদ্দিন নদভী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈন উদ্দিন হাসান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দিন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন,জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব শফিক মিয়া,যুগ্নসাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল,সাংগঠনিক সম্পাদক কাবেরী সওরয়ার,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডঃ বদিউল আলম,শ্রম সম্পাদক কাজী শামীম, সদস্য সোনা আলী,কেন্দ্রীয় তাঁতী লীগের সভানেত্রী সাধনা দাশ গুপ্তা,জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমিনা ইয়াছিন লুনা,কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক নুরুল বশর, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ার,টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরা মিয়া,হ্নীলা ইউপি মেম্বার আবুল হোছন, ফরিদুল আলম,হোছাইন আহমদ,নুরুল হুদা,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।