কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন মরিচ্যা বাজারের উত্তর স্টেশনে উদ্বোধন করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত নিবন্ধন নং-০০৩ দ্বারা নিবন্ধিত “জে এস আর স্টুডেন্ট গ্রুপ”র বৃহত্তর শপিং মল।
৩ মে শুক্রবার সকাল বেলায় এই সুন্দর সুপরিসর জে এস আর শপিং মলের উদ্বোধন হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত সাাবেক প্রধান শিক্ষক মৃদুল কান্তি পাল, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, এডভোকেট ছমি উদ্দিন, উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, ৩নং হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক আমিন, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ইসলাম, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এস এম শামসুল হক বাবুল, উখিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আলমগীর মাহমুদ, হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এম মনজুর আলম, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল্লাহ সিকদার, ফুটবলার সাঈফ উদ্দিন মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল হক চৌধুরী বলেন, ইয়াবা বন্ধ করা শুধু পুলিশের দায়িত্ব না, ইয়াবা বন্ধ করা চেয়ারম্যান থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সমস্ত শ্রেনীর লোকদের দায়িত্ব। পরিবারের প্রতিটি কর্তার দায়িত্ব যে প্রতিটি সদস্যকে মাদকবিরোধী হিসেবে গড়ে তুলতে। সাবাইকে একতাবদ্ধ হয়ে ইয়াবা তথা মাদক ধুলিৎসাধ করতে হবে। সে যেই হউক না কেন, মাদক সেবনে আসক্ত হলে দমন করতে আমরা একসাথে শপথ নেব এবং মাদকের তথা ইয়াবার বিরুদ্ধে যুদ্ধে নামবো।
তিনি জে এস আর স্টুডেন্ট গ্রুপের সকল সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা হালাল পথে ব্যবসা চালিয়ে যান। জে এস আর স্টুডেন্ট গ্রুপের সকল সদস্যের মধ্যে যে নতুন কিছু করার জ্ঞান আছে তা আজ এই অনুষ্টানে এসে বুঝতে পেরেছি। উখিয়ার আর কোন স্টেশনে এমন শপিং মল গড়ে উঠেছে বলে মনে হয়না। যে সুনাম নিয়ে এই যাত্রা শুরু করেছে চাহিদার চেয়ে বেশি মূল্য নিয়ে যেন সুনাম নষ্ট না হয় তার আহবান জানান। তাদের যাত্রা শুভ হওয়ার দোয়া কামনাও করেন প্রধান অতিথি।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, প্রথমত যুবসমাজকে মাদক ব্যবসা থেকে বিরত থাকতে হবে। যারা মাদক ব্যবসা কিংবা মাদক সেবন করে তাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে। দ্বিতীয়ত, বাল্য বিবাহ বন্ধ করতে যুবসমাজকে সচেতন থাকার আহবান এবং বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও বরাবর সাহায্য নেওয়ার আহবান ও জানান তিনি।
তিনি আরো বলেন, আমি সবসময় যুবসমাজের ডাকে সাড়া দিতে প্রস্তুত। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। যেকোন বিপদে আপদে আমাকে স্মরণ করবেন এবং পাশে পাবেন বিপদের বন্ধু হিসেবে।
উল্লেখ্যঃ সুন্দর সুপরিসর ও মনোরম পরিবেশে সার্বক্ষনিক নিরাপত্তার চাদরে ঢাকা, সুলভ মূল্যে শতভাগ ক্যাশমেমোর বিপরিতে একদামে পণ্য বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্ঠি অর্জনের প্রত্যয়ের দৃপ্ত অঙ্গিকারে পথ চলা অত্যাধুনিক এই শপিং মলে আলাদা আলাদা গ্যালারিতে কসমেটিক্স, কিড্স গ্যালারী, অত্যাধুনিক জেন্টস কালেকশান, পাদুকা গ্যালারী, শার্টিং স্যুটিং গ্যালারীতে দৃষ্ঠিনন্দন দেশি বিদেশী বাহারী পন্যের বিপুল সমাহার নিয়ে শৈল্পিকভাবে সাজানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।