হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মাঠে এ্যাডহক রামু রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি আরম্ভ হওয়া এই প্রতিযোগিতায় রিজিয়নের আওতাধিন ব্যাটালিয়নের ১২৮জন খেলোয়াড় ১৮টি ইভেন্টে অংশগ্রহণ করেন। খেলায় ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হন ৩১ বিজিবি, রানার আপ হয়েছেন ৩৪ বিজিবি। তাঁরা ৭টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ পদক পেয়ে ৩১ বিজিবির সিপাহী আসিফ রানা শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পেয়ে ৩৪ বিজিবির অবৈ: ল্যা: নায়েক মনোয়ার হোসেন শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। পরে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক। এসময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম প্রমূখ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।