দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি ইংল্যন্ডের। তিন ওভারেই দুই উইকেট হারিয়ে বসে তারা। প্রথম উইকেটটি মেহেদি হাসান মিরাজ শিকার করেন। পরেরটি তাইজুল ইসলাম।
লম্বা বিরতির পর আবারো মিরাজ। এবার সাজঘরে ফেরালেন জনি বেয়ারস্টোকে।
৩ উইকেট হারিয়ে চাপে আছে ইংল্যান্ড।
এর আগে গতকাল মিরাজের ঝুলিতে ছিল আরো দুটি উইকেট। এ নিয়ে ৪টি উইকেট শিকার করলেন অনুর্ধ্ব-১৯ এর এই অধিনায়ক।
দিনের দ্বিতীয় ওভারে মিরাজের পর ইংলিশ শিবিরে আঘাত হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। মঈনের জায়গায় আসা বেন স্টোকসকে তালুবন্দি করেন মুমিনুল হক।
ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১৪ রান।
আজ শনিবার নির্ধারিত সময়ের অাধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাল নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রথম দিনের করা ৫২ রান নিয়ে সকালে মাঠে নেমেছিলেন মঈন আলি ও জো রুট।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।