১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

আমিরাবাদে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ৬মে সকালে আমিরাবাদ ইউনিয়নের ১হাজার অসহায়, হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী,২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার দ্বিতীয়বারের মত নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত,নারীনেত্রী ও মানবাধিকার কর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার তৌসিফ আহমদ।

লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক,দৈনিক প্রতিদিনের সংবাদ,একুশে পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সেক্রেটারী শাহিদুল কবির সেলিম,আমিরাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক ব্যবসায়ী ও রাজনীতিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম,লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদ,
লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নারীনেত্রী হোমিও প্যাথিক চিকিৎসক স্বপ্না দেবী,নারীনেত্রী ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস জেসমিন আকতার, উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়ার নুর আহমদ চৌধুরী পরিবারের পুত্রবধু,মরহুম নেছার আহমদ চৌধুরীর সুযোগ্য সহধর্মিণী, মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নারীনেত্রী কামরুন্নাহার বেবী, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার নব গঠিত কমিটির সদস্যরা যথাক্রমে স্হানীয় সাংসদ ড.নদভী এমপির ভাগিনা ওবাইদুল হক, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা আকতার হোসাইন, মৌলানা ওবাইদুল্লাহ,মজনুন এলাহী, মোঃ জুবাইর হোসেন,মুহাম্মদ সোহেল, মুফিজুর রহমান নাভেদ, আবদুল ওয়াহেদ,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আসিফ চৌধুরী, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম।

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজানে আপনারা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের দেখলে লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করুন।
প্রতিটি এলাকায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা ভয় পাবেননা। আপনাদের পাশে লোহাগাড়া থানা পুলিশ সবসময় পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা দিবে। আপনারা কোন ধরনের অন্যায় কাজে জড়িত থাকবেননা।তিনি আরো বলেন,

সন্ত্রাস,মাদক, ইভটিজারদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সকল নেতৃবৃন্দদের প্রতি আহবান জানিয়েছেন।

অনুষ্টান শেষে আমিরাবাদ ইউপির অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও সোলার তুলে দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।