দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবরী মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ডিজিটাল অফিস ২ ফেব্রুয়ারী সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের নান্দনিক ও দৃষ্টিনন্দন অফিস উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফিজনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী অফিসার মোছলেম উদ্দিন, দক্ষিণ সাতকানিয়া গোলামবরী মডেল উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, উপজেলা শ্রেষ্ট প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ আবদুল খালেক, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার লোকমান হাকিম, দক্ষিণ সাতকানিয়া গোলামবরী মডেল উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রথম অভিভাবক সদস্য, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ওয়েল ফুড লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল উদ্দিন, জাতীয় দৈনিক মানবজমিন এর লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক এইচ.এম জসিম উদ্দিন, দৈনিক পূর্বদেশ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদ, সময়ের প্রয়াস পত্রিকার ষ্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের চট্টগ্রাম এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক রায়হান সিকদার। এ সময় ইউ.এন.ও ফিজনুর রহমান নতুন অফিসের সকল কক্ষ গুলো ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের নান্দনিক ও দৃষ্টিনন্দন অফিস দেখে বিদ্যালয়ের সভাপতি, সকল অভিভাবক সদস্য, বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ও সকল শিক্ষক শিক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিদ্যালয় অবকাঠামোগত উন্নয়নের আমিরাবাদ গোলামবারী উচ্চ বিদ্যালয় সামনে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং শিক্ষার মান উন্নয়নে এই বিদ্যালয় আগামীতে অগ্রনী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।