২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

আল্লামা জালাল উদ্দীনের দাফন সম্পন্ন

dsc-6দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরীর দু দফা নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বাদ জোহর মহানগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনসারী। তার জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। লোক লোকারণ্য হয়ে উঠে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ এবং পুরো এলাকায়।
নগরীর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মানুষ জানাজায় অংশ নেন। এ কারণে নগর জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়।
মরহুমের জানাজায় চট্টগ্রামে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, মো.মনজুর আলম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইছহাক মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক সামমুল আরেফিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চবি ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী সিডিএ’র চেয়ারম্যান আব্দুচ ছালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। চট্টগ্রামের নানা পেশা ও নানান মতের মানুষের ঢল নামে জানাযায়।
এর আগে রবিবার সকাল ১০টায় ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রামা মাঠে প্রথম এবং বাদে আছর জাতীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বাদ জোহর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তৃতীয় জানাজা এবং বাদ আসর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে ৬৭ বছর বয়সে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। জালাল উদ্দীনের বাড়ি পটিয়া উপজেলার ছনহারা গ্রামে। মৃত্যুকালে দুই ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।