২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

আশ্রয়ের খোঁজে মিয়ানমারের ২০, ০০০ মানুষের চীন প্রবেশ

জাতিগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ছাড়তে বাধ্য হয়েছেন ২০ হাজার মানুষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।  চীন সীমান্তে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হওয়ার ৩ দিনের মাথায় তাদের দেশ ছাড়ার খবর পাওয়া গেল।

বিবিসি জানিয়েছে, ঘরহারা মানুষ চীন সীমান্তে প্রবেশ করে মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করছে। চীন বলছে,  আশ্রয়প্রার্থীদের ব্যাপারে তারা মানবিক। শান্তি প্রক্রিয়ায় নিজেদের অঙ্গীকার জানিয়ে মিয়ানমারের সব পক্ষকে নিরপেক্ষ অবস্থানে আসার তাড়না দিয়েছে বেইজিং।

সোমবার সীমান্তবর্তী কোকাংয়ের লৌকাই শহরে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্রোহীরা পুলিশের পোশাক পরিহিত অবস্থায় হামলা চালায়। এই সংঘর্ষে পাঁচ বেসামরিক, পাঁচ পুলিশ কর্মকর্তা ও ২০ জন বিদ্রোহী সেনা নিহত হন।

ওই দিনের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকেই জাতিগত সংখ্যালঘুদের ঘর ছাড়ার খবর পওয়া যায়। সেনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ওইদিন জানায়, অন্ধকার হতে থাকলে সংঘর্ষের মাত্রা আরো বেড়ে যায়। এলাকাবাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাচ্ছে। তবে তাদের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রলালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০ হাজার মানুষ সীমান্তে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের মানবিক সহায়তা দেয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিওতে সোমবার থেকেই বেসামরিক মানুষকে মিয়ানমার ছা্ড়তে দেখা যায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘যুদ্ধ ও সহিংসতা এড়াতে যারা পালিয়ে এসেছে তাদেরকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে।‘ চীন সবসময়ই শান্তি প্রক্রিয়ার পক্ষে বলেও জানান তিনি। জেং শুয়াং বলেন, মিয়ানমারের সব পক্ষকেই একটি নিরপেক্ষ অবস্থানে আসতে হবে। দেশটির শান্তি ফিরিয়ে আনতে এটা খুবই প্রয়োজন।

 

মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহী সশস্ত্র জাতিগোষ্ঠীগুলো তৎপর। ২০১৫ সালের পর থেকে এই অঞ্চলে সোমবারের হামলাটিই সবচেয়ে ভয়াবহ ছিলো। সীমান্তে এই হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কোকাংয়ের অনেকেই চীনা ভাষায় কথা বলেন এবং চীনা মুদ্রা ব্যবহার করেন। গত বছর চীন সংলগ্ন মিয়ানমার সীমান্তে কয়েকটি বিদ্রোহী সংগঠনের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষের পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে চীন।

সূত্র: বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।