৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

আহমদ শফীর মাধ্যমেই কওমী মাদরাসার স্বীকৃতি দিবেন প্রধানমন্ত্রী

Sheikh Hasina 1প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি আহমদ শফীর মাধ্যমে বাস্তবায়ন করতে চান। সে জন্য সকল আলেম-ওলামাকে আহমদ শফীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার গণভবনে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আহমদ শফীর চিঠি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পর এমন মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রতিনিধি দল শাহ আহমদ শফীর চিঠি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ৯ সদস্যের এই প্রতিনিধি দল বেফাক সহ-সভাপতি আশরাফ আলীর নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে ৮ টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকের শুরুতেই আহমদ শফী পুত্র হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আনাস মাদানী প্রধানমন্ত্রীকে চিঠিটি পড়ে শোনান।

প্রধানমন্ত্রী মনযোগের সঙ্গে চিঠি শোনার পর বলেন, কওমি সনদের স্বীকৃতি বিষয়ে সবার মুরব্বি অভিভাবক শাহ আহমদ শফীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বেফাক ও আল্লামা আহমদ শফীর চিন্তার বাইরের আলেমদেরও এ ঐক্য প্রক্রিয়ায় যোগদানের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা মঞ্জুরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।