সংবাদ বিজ্ঞপ্তিঃ টেকনাফের থ্যাংখালী বাঁঘঘোনা এলাকায় অবস্থানরত প্রায় আড়াই হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় ত্রাণ টীম। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্বে বুধবার রোহিঙ্গা শরনার্থিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে দেয়া হয় চাল, ডাল, তৈল, পিয়াচ, লবন, ত্রিপল ইত্যাদি। আর এ ত্রাণ পেয়ে নির্যাতিত রোহিঙ্গা মহা খুশি হয়েছে। ত্রাণ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতাজা হাসান বাদরু, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিনের সভাপতি রফিকুল আলম মজনু, উত্তের সাধারণ সম্পাদক শফিকুল আলম মিল্টন, দক্ষিনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা কামাল রিয়াদ, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোক্তার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির আলী, পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, রামু উপজেলা যুবদলের আহবায়ক নুরুল আবছার, জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিক উল্লাহ্, টেকনাফ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল আমিন, সহ- প্রচার সম্পাদক সাহাব উদ্দিন প্রমুখ ।
জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।