২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক মানুষ গ্রাম ছাড়া

norail-md20161204203133
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর নড়াইলের কালিয়ার পারবিষ্ণুপুর গ্রামটিতে গত দুদিন ধরে হামলা অব্যাহত রয়েছে। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ গ্রাম ছেড়েছেন।

রোববার দুই বাড়িতে মফিজ বিশ্বাসের সমর্থকরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসব হামলার কারণে মিহির মোল্যা গ্রুপের প্রায় ২ শতাধিক মানুষ এবং অজানা শঙ্কায় ছেলে-মেয়েদের নিয়ে গ্রাম ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে অশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মিহির মোল্যার সমর্থকরা জানান, গত ২ ডিসেম্বর বিকেলে মিহির মোল্যার সমর্থকদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা চালায়। যা এখনও অব্যাহত রয়েছে। প্রতিপক্ষ মফিজ বিশ্বাসের সমর্থকদের হামলা হুমকির মুখে মিহিরের সমর্থকরা গত দুদিন ধরে গ্রাম ছাড়া রয়েছেন।

রোববার মিহিরের সমর্থক দুখু মিয়া ও ছাত্তার মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে মফিজ গ্রুপের সমর্থকরা।

পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মনি অব্যাহত হামলার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, মফিজ বিশ্বাসের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। আর রাতে মিহির মোল্যার সমর্থকদের বাড়ি চিহিৃত করে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। এদিকে অপর গ্রুপের নেতা মফিজ বিশ্বাসের ও কাজল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি মিয়া বলেন, পুলিশি গ্রেফতার এড়াতে বা প্রতিপক্ষের হামলার ভয়ে কিছু লোক গ্রাম ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

উল্লেখ্য, উপজেলার ওই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মিহির মোল্যা ও মফিজ বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মিহির মোল্যা গ্রুপের ৬ জন গুলি বিদ্ধসহ ১১ জন আহত হয়। এছাড়া এ পর্যন্ত ১৮টি বাড়ি-ঘর ও ২ টি দোকান ভাঙচুর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।