২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক মানুষ গ্রাম ছাড়া

norail-md20161204203133
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর নড়াইলের কালিয়ার পারবিষ্ণুপুর গ্রামটিতে গত দুদিন ধরে হামলা অব্যাহত রয়েছে। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ গ্রাম ছেড়েছেন।

রোববার দুই বাড়িতে মফিজ বিশ্বাসের সমর্থকরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসব হামলার কারণে মিহির মোল্যা গ্রুপের প্রায় ২ শতাধিক মানুষ এবং অজানা শঙ্কায় ছেলে-মেয়েদের নিয়ে গ্রাম ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে অশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মিহির মোল্যার সমর্থকরা জানান, গত ২ ডিসেম্বর বিকেলে মিহির মোল্যার সমর্থকদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা চালায়। যা এখনও অব্যাহত রয়েছে। প্রতিপক্ষ মফিজ বিশ্বাসের সমর্থকদের হামলা হুমকির মুখে মিহিরের সমর্থকরা গত দুদিন ধরে গ্রাম ছাড়া রয়েছেন।

রোববার মিহিরের সমর্থক দুখু মিয়া ও ছাত্তার মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে মফিজ গ্রুপের সমর্থকরা।

পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মনি অব্যাহত হামলার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, মফিজ বিশ্বাসের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। আর রাতে মিহির মোল্যার সমর্থকদের বাড়ি চিহিৃত করে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। এদিকে অপর গ্রুপের নেতা মফিজ বিশ্বাসের ও কাজল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি মিয়া বলেন, পুলিশি গ্রেফতার এড়াতে বা প্রতিপক্ষের হামলার ভয়ে কিছু লোক গ্রাম ছেড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

উল্লেখ্য, উপজেলার ওই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মিহির মোল্যা ও মফিজ বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মিহির মোল্যা গ্রুপের ৬ জন গুলি বিদ্ধসহ ১১ জন আহত হয়। এছাড়া এ পর্যন্ত ১৮টি বাড়ি-ঘর ও ২ টি দোকান ভাঙচুর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।