১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ৯ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান   ●  উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে   ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন

ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার দায়ে ক্ষমতা হারিয়েছেন।

উক্ত ৩ ইউপি চেয়ারম্যান হলো, কক্সবাজার সদর উপজেলার ০১ নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ০২ নং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন এবং ০৫ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

১০ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, ওই তিন ইউপি চেয়ারম্যান ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সুবিধা প্রাপ্তি এবং বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্র প্রেরণ করেন।

একারণে উদ্ভুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে ওই তিন ইউপিতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

এদিকে তিন ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন চৌফলদন্ডী ও ঝিলংজা ইউনিয়ন পরিষদে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমীন চৌধুরী এবং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।