৮ এপ্রিল, ২০২৫ | ২৫ চৈত্র, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি

ইদগাঁওতে সামাজিক বনায়নের কাঠ ইটভাটায়

SAM_0826

কক্সবাজার সদরের ইদগাঁওতে সামাজিক বনায়নের কাঠ যাচ্ছে ইটভাটায়। ইটভাটা মালিক, স মিল মালিক, কাঠপাচারকারী চক্র ও অসাধু বনকর্মকর্তাগন সিন্ডিকেট করে সামাজিক বনায়ন সহ অন্যান্য বনভুমি উজাড় করে চলছে। এসব যেন দেখার কেউ নেই। জানা যায়, সামাজিক বনায়নের কাঠ রাখার জন্য বনবিভাগ থেকে কাঠডিপোর অনুমোদন নিয়ে কাঠ জমা করে সময়-সুযোগ বুঝে সরবরাহ করা হচ্ছে ইটভাটায় । এ কারবার চলছে বৃহত্তর ইদগাঁওর ৮টি ইটভাটায়। জালালাবাদ ইউনিয়নে দুইটি, ইসলামাবাদে দুইটি, চৌফলদন্ডীতে একটি  ও ইদগাঁও ইউনিয়নের তিনটি ইটভাটায় রাতদিন নির্বিচারে কাঠ পোড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের কাঠ ষ্টক করার নামে কাঠডিপোর অনুমোদন নেয়া হয়েছে বিভিন্ন স্থানে। এসব কাঠ রাতের আধাঁরে সারবরাহ করা হচ্ছে ইটভাটায়। সাধারনতঃ শেষরাতে  দ্রুতগামী ডাম্পার- পিকআপ দিয়ে এসব কাঠ পরিবহন করা হয়। গাড়ী থেকে আনলোড করে ত্রিপল দিয়ে ঢেকে রাখে ও  ভাটায় জ্বালানি হিসাবে ব্যাবহার করে । প্রতিবছর নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত একনাগাড়ে কাঠ পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়। এভাবে একনাগাড়ে কাঠ পুড়ানো ও বনউজাড়ের ফলে অত্র এলাকার পাহাড় জঙ্গল এখন বিরানভূমিতে পরিনত হয়েছে। কক্সবাজার (উত্তর) বিভাগীয় বনকর্মকর্তা শাহ-ই আলম বলেন, কেবল মাত্র সামাজিক বনায়নের কাঠ মজুদ করার জন্য ডিপো অনোমোদন দেয়া হয়েছে। কিন্ত কোনপ্রকার কাঠ ইটভাটায় পোড়ানো সম্পূর্ন বে আইনি। বনবিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদরের যৌথ উদ্দ্যোগে শ্রীঘ্রই এসব ইটভাটায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।