সাংবাদিক ও কর্মচারীদের পাওনা পরিশোধে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে ২দিনের আলটিমেটাম দিয়েছে সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ। পত্রিকাটির চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব চৌধুরী হাসান-উজ জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটামের কথা জানানো হয়।
সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন চাকরিচ্যুত ১০০ জন সাংবাদিক-কর্মচারীর ২৬ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধে তালবাহানা করছেন। পাওনা চাইতে গেলে ইনকিলাব অফিসেও ঢুকতে দেওয়া হচ্ছে না, যা একেবারেই অমানবিক।
পাওনা আদায়ে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের সামনে কঠোর আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা নেই। এ নিয়ে আজ বিকালে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের পক্ষ থেকে ইনকিলাব কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে পাওনা পরিশোধের আলটিমেটাম দেওয়া হয়। এতে ব্যর্থ হলে বুধবার (১৭ মে) বিকাল ৩ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত প্রতিদিন ইনকিলাবের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।