উখিয়ার ইনানী সী-বীচে গোসল করতে নেমে মো. রুবেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় মুমূর্ষ অবস্থায় আরও তিন কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা তিন কিশোরকে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
মো. রুবেল কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী গ্রামের আবুল কাশেমের ছেলে।
ঈদগাহ হোয়ানক মহেশখালী এলাকার বাদশাহ মিয়ার ছেলে আবু রাশেল (১৫) ও ইসলামপুর ইউনিয়নের ঈদগাহ বটতলী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মো. হারুনকে (১৭) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আরেক কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমানন্দ মন্ডল জানান, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামপুর থেকে চার বন্ধু এক সঙ্গে সী-বীচে এসে গোসল করতে নামে। তবে সাগরে ঢেউ’র সঙ্গে তারা সবাই তলিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা তিন কিশোরকে জীবিত উদ্ধার করলেও রুবেলকে উদ্ধার করতে পারেনি।
দীর্ঘ দুই ঘণ্টা পর ইনানী চারা বটতলী সী-বীচ এলাকা থেকে ভাসামান অবস্থায় রুবেলে লাশ উদ্ধার করে এলাকাবাসী বলে জানান তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।