২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী নাফিস ইকবাল অবশেষে র্যাবের জালে

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার পৌরসভা ১২ নং ওয়ার্ড লাইটহাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার (৬ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার সময় এ অভিযান চালানো হয়।
আটক অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ীর নাম নাফিস ইকবাল। সে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড লাইটহাউজ পাড়ার সিরাজুল ইসলামে ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন, কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন।

র্যাব জানায়, রবিবার (৬ মার্চ) ভোর সাড়ে তিনটায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার পৌরসভার, ১২ নং ওয়ার্ডের, লাইট হাউজস্থ একটি বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে নাফিস ইকবালকে আটক করা হয়। ধৃত ব্যক্তির শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ হতে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস ইকবাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে জানান তিনি।
স্থানীয়রা জানান, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগে সাবেক আহবায়কের তকমা লাগিয়ে কক্সবাজার হোটেল,মোটেল ও কটেজ জোনে ইয়াবা ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিল এই নাফিস। ১২ নং ওয়ার্ডের সরকার দলীয় এক নেতার মামাত ভাই ও বডি গার্ড হিসেবে থাকতেন নাফিস। মুলত নাফিসকে দিয়েই ওই নেতা নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। ওই নেতা বিশাল ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলে নেতার মুখোশের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছে বলে এলাকাবাসীর মুখে মুখে। এই নেতা বর্তমানে অন্তত ৫০ কোটি টাকার সম্পদের মালিক বনে গেছে।

১০/১২ বছরে কোটি কোটি টাকার মালিক হওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের ভাবিয়ে তুলেছে। তার আয়ের উৎস ও সম্পদ অনুসন্ধানের দাবী তুলেছেন এলাকাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।