২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

চকরিয়ায় ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার দিচ্ছেন অতিথিবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিঃ চকরিয়া পৌরসভা ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার (২৬ নভেম্বর) সকালে পৌরশহরের জনতা শপিং টাওয়ার চত্ত্বরে ‘ইশতিয়াক আহমদ জয় মেধা অন্বেষন কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ জয়ের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক আবু হেনা মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলসুম মিনু। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শওকত উসমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শফিকুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদ কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, আইডিয়েল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল করিম, শিক্ষক শহিদুল ইসলাম, ওসমান গনী, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান তুষার, সাধারন সম্পাদক রানা পারভেজ, পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আবছার বাদশা, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম, শিক্ষক বিকাশ রঞ্জন দাশ, পৌরসভা ছাত্রলীগ নেতা মিনহাজ ও বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ফাউন্ডেশনের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।