গত ১০ জুন বুধবার কক্সবাজার জেলার অনলাইন পোর্টাল আলোকিত কক্সবাজার ডটকমে ‘ইয়াবার জাদুতে বদলে যাচ্ছে দুই তরুনের জীবন’ শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশ্যে ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা করছে যা একটি সাজানো নাটক। জীবনের কোন সময়ে আমি কোন দিন ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলামনা এবং নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে স্বার্থ হাসিলে উঠে পড়ে লেগেছে।
আলোকিত কক্সবাজারে প্রকাশিত সংবাদে স্থানীয়দের দাবী বলে আমার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে তা ষড়যন্ত্রেরই অংশবিশেষ। তবে একথা স্পষ্ট যে, আমি একজন প্রকৃতপক্ষে উখিয়ার মরিচ্যা বাজারের মাংস ব্যবসায়ী।
গত কয়েকমাস আগে পশ্চিম মরিচ্যায় একটি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় দু দলের একটা বিতর্কের সৃষ্টি হয়। যেখানে একটি দলের অধিনায়ক ছিলাম আমি। বিতর্কের কারনে ঐদিন ফাইনাল খেলা স্থগিত হয়ে যায়। ঐ ঘটনার জের ধরে আমার বিপক্ষ দলের কিছু ব্যাক্তি সহ একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এই মিথ্যে সংবাদ প্রকাশ করেছে বলে আমার ধারনা।
গত ৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে আমার বাবা জাফর আলম(৪২) এর সাথে মাংস ব্যবসায় সহযোগিতা করে আসছি। এলাকার আমার আর আমার বাবার মাংস ব্যবসার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার ক্ষতি করার পায়তারা চালানো হচ্ছে অনেক দিন ধরে। যেখানে আমার কঠোর পরিশ্রমে দাড় করানো মাংস ব্যবসা নিয়ে আমি ব্যাস্ত, সেখানে দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার প্রশ্নই আসে না।
একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বদনাম রটাতে একজন সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন। উক্ত সংবাদটি উদ্দেশ্যপ্রণীতভাবে ছাপানোর ব্যবস্থা করেছে একটি মহল। আমার মতে, আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজাতে পারলে ঐ মহলটির বিশেষ কোন ফায়দা হাসিল হবে।
তাই আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশপাশি উক্ত মিথ্যা সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোহাম্মদ হোসাইন,
মাংস ব্যবসায়ী, মরিচ্যা বাজার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।