কেন্দ্রীয় বাসটার্মিনালসহ শহরের বিভিন্ন এলাকায় ঈদকে সামনে রেখে ছিনতাইকারীরা সক্রিয় হয়েছে ওঠেছে। অতীতেও এরা এই ধরণের মৌসুম কে কেন্দ্র করে এই সিন্ডিকেট সক্রিয় হয়। রমজানে পুলিশ প্রশাস শক্তঅবস্থানে থাকলেও পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ছিনতাই করে যাচ্ছে। ৯জুন বিকালের দিকে শহরের বার্মিজ মার্কেট হতে কেন্দ্রীয় বাসটার্মিনাল আসার পথে এক স্কুল ছাত্র কে পিটিয়ে জখম করে মোবাইল ও টাকা ছিনতায় করে নিয়ে গেছে একটি চক্র। ছিনতাইয়ের শিকার ওই ছাত্র কক্সবাজার মহেশখালী উপজেলার মুস্সিনি পাড়ার স্থায়ী বাসিন্দা মুন্সি মিয়ার পুত্র এনাম করিম বলে জানাগেছে।
সুত্রে জানা যায়, ছাত্রটি চিকিৎসার উদ্দেশ্যে সে মহেশখালী কক্সবাজার আসে। গতকাল রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে শহরের বাসটার্মিনাল সংলগ্ন নারিকেল বাগানের পিছনে ইজিবাইক (টমটম) থেকে নামিয়ে এলো পাতাড়ি মারধর করে, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানায় ভুক্তভোগি এ ছাত্র। ওই ছিনতাইকারীরা মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে প্রতি বছর রমজানের ঈদ কে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকা যেমন বাসটার্মিনাল বাইপাস সড়ক কলাতলীস্থ কাটা পাহাড় নামক চিহ্নিত স্থান এবং অপরদিকে বাসটার্মনাল বিজিবি ক্যাম্প সংলগ্ন নারিকেল বাগানে এই ধরনের অপকর্ম চালিয়ে যায় ছিনতাইকারীরা। আর এই ঘটনা কে কেন্দ্র করে জনমনে বিভিন্ন চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে । তাই স্থানী জনসাধারণের দাবী এসমস্ত চিহ্নিত স্থানে প্রশাসনের নজর দারী বাড়ারো দরকার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।