কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আশা- ঈদগাঁও ব্রাঞ্চের উদ্যোগে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে’ কর্মসূচীর শিক্ষা সেবিকাদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আশা ঈদগাঁও ব্রাঞ্চ ম্যানেজার মো: আবুল কাশেমের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা-ককবাজার জেলা ম্যানেজার মো: জিল্লুলবারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুলাহাজারা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো:এয়াকুব। এতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম। উল্লখ্য যে, প্রাথমিক শিক্ষাকে আরো শক্তিশালী মনোজ্ঞ ও আকর্ষনীয় করে তুলতে ও ঝড়ে পড়া রোধ কল্পে বাংলাদেশ সরকারের পাশাপাশি আশা ও তার অন্যান্য সামাজিক কর্মসূচীর পাশাপাশি প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী হাতে নিয়েছে। যার মাধ্যমে বাংলাদেশের ৬১ টি জেলায় ৪০০টি অঞ্চেলে মোট ৪৭৯ টি আশা ব্রাঞ্চে প্রাথমিক শিক্ষা কার্য্যক্রম পরিচালনা করছে। যা আশার অন্যান্য সকল কর্মসূচীর মধ্যে সবচেয়ে বিস্তৃত। আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচীর মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২লক্ষ্যাধিক শিক্ষার্থীকে মোট ৭২৭১ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে সফলতার সহিত প্রাথমিক শিক্ষা সহায়তা দিয়ে আসছে। কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশা কক্সবাজার জেলায় ৮ টি ব্রাঞ্চে ১২০টি শিক্ষা কেন্দ্র চলমান রয়েছে । উল্লেখিত কর্মসূচীতে ১২০ জন শিক্ষাসেবিকা ও ৮ জন সুপারভাইজারের খন্ডকালীন চাকুরীর সুযোগ দেয়া হয়েছে। আগামীতে উক্ত কর্মসূচী আরো প্রসারিত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি শিক্ষাসেবীদের সফলতা কামনা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।