২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ঈদগাঁওতে পুলিশ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এক এএসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্তমান এক এমইউপি। এ ঘটনায় টক অব দ্যা ঈদগাঁওতে পরিণত হয়েছে। এতে বিবাদী করা হয়েছে পুলিশ, সাবেক মেম্বার, যুবলীগ নেতা, শিক্ষক, দফাদারসহ আরো ৪ জনকে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, আসামীগণ সরকারী ও বেসরকারী একদল অপকর্ম সংগঠনকারী এবং অবৈধ অর্থ উপার্জনকারী ও মিথ্যা মামলা সৃজনকারী প্রতারক প্রকৃতির লোক। তারা পরস্পর যোগসাজশে যে কোন ধরণের ক্ষতিকর কার্য করতে পারদর্শী। আরো জানা যায়, বাদী ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দু’দুবার নির্বাচিত মেম্বার সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এতে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে পৌছে যাওয়ায় বিগত নির্বাচনে পরাজিত একজন মেম্বার প্রার্থীর আত্মীয়-স্বজন ও দলীয় লোক হয়ে বাদীর পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলা, জানমালের ক্ষয়ক্ষতিসহ নানা মিথ্যা মামলায় ফাঁসানোর কু-উদ্দেশ্যে ষড়যন্ত্র করে আসছিল। তারই সূত্র ধরে বিগত ২৭ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ২টার দিকে বাদীর স্ত্রী রাশেদা বেগম তার পিত্রালয়ে অবস্থানকালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআইসহ আহসান মোর্শেদ ও অন্য আসামীরা বাড়ীতে অভিযান চালায়। এসময় বিভিন্ন স্থানে তল্লাশীসহ অনধিকার প্রবেশ করে কিছু না পাওয়া সত্ত্বেও বাদীর স্ত্রীকে কোন কারণ ছাড়া ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এসময় রাশেদার সাথে পুলিশের তর্ক হলে অন্যান্য আসামীরা তার উপর চড়া হয়ে কাপড়-চোপড় টানা হেচড়া করে শালীনতাহানীর চেষ্টা করে। একপর্যায়ে তারা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। এসময় কিছু না পেয়ে রাশেদাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে কোর্টে চালান দেয়। বাদী আবদু শুক্কুর এমইউপি জানান, ৯নং আসামী তার পরিবারের মান ইজ্জত ভুলুন্ঠিত করার কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্টো এখন পরাজিত শক্তি ব্যক্তির আমার পরিবারকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে নানা অপ প্রচারে লিপ্ত রয়েছে। যার মামলা নং সিআর ২১৫/১৭। এ মামলা আসামী করা হয়েছে আউলিয়াবাদ এলাকার মৃত আবদুল হাশেমের পুত্র বশির আহমদ, মৃত আলী হোছনের পুত্র নজরুল ইসলাম, শফি আলমের পুত্র ফারুক, মৃত আবুল হোছনের পুত্র শফি আলম, মৃত সাহাব উদ্দীনের পুত্র মোহাম্মদ ছৈয়দ, জসিম উদ্দীন, মৃত কালু মিয়ার পুত্র মোহাম্মদ আলম, ঈদগাঁও ভাদিতলা হাসিনা পাড়ার বাসু দত্তের স্ত্রী দীপ দত্ত ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আহসান মোর্শেদকে বিবাদী করা হয়েছে। কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।