কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় কক্সবাজার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে বর্ণিত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছলিম উল্লাহর ভাই বাদী হয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলমের ও মেম্বার বজল আহমদের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ মৃত আবদুল হাজীর পুত্র নুরুল আলম জোর পূর্বক টিনের ছাউনি দেয়ার চেষ্টা করলে বাধা দেয় মৃত গোলাম হোছনের পুত্র ছলিম উল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে ছলিম উল্লাহকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী আরেফা আক্তার (৩৭), খলিলুর রহমানের স্ত্রী হোছনে আরা (৩৫) ও তার চাচাত ভাই আবদুল গফুরও হামলার শিকার হয়।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এএসআই আবুল কাশেম ঘটনাস্থল থেকে নুরুল আলমের জামাতা ও নতুন মহাল বোয়ালিয়া পাড়া গ্রামের নুর হোছনের পুত্র এবাদুল হককে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঈদগাঁও পুলিশের এএসআই আবুল কাশেম জানান, ঘরের ছাউনি দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ৫ জন আহত হয়েছে। প্রতিপক্ষের আটক এবাদুল হক ও নুরুল আলম আহত।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।