২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ঈদগাঁওর সোহেল জাহান চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঈদগাঁওতে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুরুষ সদস্যপদে বিপুল ভোটে জয়লাভ করেছে ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ¦ শাহজাহান চৌধুরী লুতু মিয়ার সুযোগ্য সন্তান সোহেল জাহান চৌধূরী। তার প্রতীক ছিল ফ্যান। সকাল ৯ টা থেকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯নং ওয়ার্ডের এ কেন্দ্রে নির্বাচন শুরু হয়ে দুপুর অবধি চলে। ঠিক ২ টা থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়ে অল্পক্ষণ পরে আনূষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্রে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম। প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন শিমুল শীল। সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এছাড়া ৩টি যানবাহন যোগে র‌্যাব-৭ এর টহল দল কেন্দ্র ও আশপাশ এলাকা পরিদর্শন করে যান। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মোহাম্মদ খাইরুজ্জামান, টু-আইসি দেবাশীষ সরকার, এএসআই মহিউদ্দীন, এএসআই শাহজালালসহ থানা ও তদন্ত কেন্দ্র পুলিশ দলের পাশাপাশি আনসার ভিডিপি ও গ্রামপুলিশ দল। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় ব্যানার, পোস্টার, লিপলেট ও তোরণে ছেয়ে যায়। ভোটার সংখ্যা মোট ৬৫ জন হলেও অন্ততঃ ৪/৫ হাজার মানুষের সমাগম ঘটে কেন্দ্রের আশেপাশে। প্রতিদ্বন্ধি প্রার্থীদের কর্মী, সমর্থক, এজেন্ট, শুভাকাঙ্খীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল।
ফলাফল ঘোষণার পরই ফ্যান প্রতীকের সোহেল জাহান চৌধুরীর শুভাকাঙ্খীরা উল্লাসে ফেটে পড়েন। একের পর এক ফুল নিয়ে শুভাকাঙ্খীরা প্রার্থীকে গলায় পরিয়ে দেয়। পরে স্থানীয় ব্যান্ড দলের বাদ্য বাজনা সহকারে শত শত সমর্থক সোহেল জাহান চৌধূরীকে নিয়ে বাজারের প্রধান সড়ক ডিসি রোড, অন্যান্য অলিগলি প্রদক্ষিণ করে বাসস্টেশনের দিকে চলে যায়। নির্বাচনী পরিবেশ দেখতে আসেন জেলা আ.লীগ মুজিবুর রহমান। এসময় তার সদর উপজেলা আ.লীগ সভাপতি আবু তালেব, উপজেলা আ.লীগ উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, প্রধান নির্বাচনী এজেন্ট মেম্বার সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান, ওসমান সরওয়ার ডিপোসহ তার অন্যান্য শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। বিজয়ী সোহেল জাহান চৌধূরী দু’হাত উচিয়ে বাজারে সড়কের পাশে অপেক্ষমান জনগণকে সালাম এবং শুভেচ্ছা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।