২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঈদগাঁও’র ৩৬ আনসার সদস্য দেড়মাস ধরে বেতন বঞ্চিত : পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন

images

কক্সবাজার-ঈদগাঁও মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্বপালনকারী ঈদগাঁও’র ৩৬ আনসার সদস্য দেড় মাস ধরে বেতন থেকে বঞ্চিত। জীবন বাজি রেখে এসব আনসার সদস্যরা কঠিন দায়িত্ব পালন করলেও বিগত দেড় মাস ধরে তারা আদৌ বেতন পায়নি। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অসুবিধায় পড়েছে। তারা অবিলম্বে তাদের ন্যায্য বেতন নিশ্চিত করার জোর দাবী জানান সরকারের প্রতি। জানা যায়, গত ৫ জানুয়ারীর পর থেকে সারাদেশ ব্যাপী আন্দোলনের নামে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে বিরোধী দল। সারাদেশের মত এর প্রভাব কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাওতেও পড়ে। এ অবস্থার প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্য নিয়োগ দেন। তবে গত ৫ জানুয়ারী থেকে সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও’র মহাসড়কে অবস্থানরত ৩ ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত ৩৬ আনসার সদস্য বর্তমানে কর্মরত রয়েছে। ঈদগাঁও বাসস্টেশনে দায়িত্বরত আনসার সদস্য জসিম সহ অনেকের মতে, গত দেড় মাস ধরে মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু পারিশ্রমিকের ফলসরূপ দেড়মাস অতিবাহিত হওয়ার পর এখনো পর্যন্ত তারা বেতন পায়নি। পরিবার-পরিজন কিংবা ছেলেমেয়েদের কি করে ভরণ-পোষণ চালাবে এ নিয়ে মহাচিন্তায় পড়েছে অনেকে। এছাড়াও তাদের অভাব-অনটনে পরিবারে চলছে দুর্দিন। তাদের অভিযোগ যে, প্রতি সপ্তাহে চাকরির টাকা দেওয়ার কথা থাকলেও দেড় মাস পার হওয়ার পরও বেতন এখনো না পৌছায়। যার ফলে তাদের চোখে-মুখে হতাশার কালোছায়া দেখা দিয়েছে। এ ব্যাপারে ঈদগাঁও ইউনিয়ন আনসার বাহিনীর দলনেতা নুরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি- যথাসময়ে তাদের ন্যায্য বেতন না পাওয়ায় দায়িত্ব পালনে উৎসাহ ও উদ্দীপনা হারিয়ে ফেলছে। তাই তাদের বেতন প্রদানের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।