১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

i-jen Utsab, 13-
প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গতকাল বুধবার সকালে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় ২২০ জন শিক্ষার্থী। এরমধ্য থেকে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) ১০ জনকে স্কুলদল হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়।
গতকাল সকাল ১০ টায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আলমগীর। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী, সহকারি শিক্ষক মো. নুরুল ইসলাম, গ্রামীণফোন কর্মকর্তা সায়ন, শিক্ষার্থী শাউলিয়া তাবাচ্ছুম শাউলি, সিফাতুল ইসলাম মিজান, পারমিতা রাশেদ চৌধুরী নাবা, তানিয়া সুলতানা আলেয়া, তাশদিয়া এনাম মাইশা প্রমুখ।
পরে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের প্রধান শিক্ষক একেএম আলমগীর, পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী ও সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল ইন্টারনেট উৎসব।
বিজয়ীরা হলো: জান্নাতুল বকেয়া সামিহা (নবম), ফারহানা সাঈদা নাজমু (নবম), শামীমা নাছরিন রিমা (নবম), রাবেয়া বছরী (অষ্টম), মিছবাহুল ইসলাম লাবীব (নবম), ছৈয়দ আলম ( নবম), মায়মুনা আকতার ডালিয়া (নবম), সাবরিনা তাসনিম তোফা ( অষ্টম), শাহিদা ইসলাম ডালিয়া (অষ্টম) ও জাহাঙ্গীর আলম ( দশম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার লুৎফর রহমান তুষার, সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, অরূপ বড়–য়া, বায়েজিদ মো. আরিফ প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।