রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গ্রামের দোকানে দোকানে ঔষুধ বিক্রির হিড়িক। জানা যায়, ঈদগড় ধুমছাকাটা, হাসনা কাটা, ছগিরা কাটা, পানিস্যাঘোনা, বড়বিল, বউঘাট সহ বিভিন্ন চায়ের দোকানে, পানের দোকানে ও মুদির দোকানে সরকারী নিয়ম তোয়াক্কা না করে অবৈধ ভাবে প্রতি দোকানে ঔষুধ বিক্রি হচ্ছে। শুধু তাই নয় অতিরিক্ত দামে ও অতি মোনাফার লোভে কতিপয় অসাধু দোকানদারেরা অতিরিক্ত দামে বিভিন্ন কোম্পানীর ঔষুধ বিক্রি করছে। এসব নিম্ন মানের ঔষুধ খেয়ে লোকজন নানান রোগে আক্রান্ত হচ্ছে। ঔষুধ মানুষের জীবনের এক বড় জিনিস। যে জিনিস ভেজাল হলে মানুষের মৃত্যু অনিবার্য। এ রকম অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী ও নিম্ন মানের ভেজাল ঔষুধ বিক্রি বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।