কক্সবাজার রামুর ঈদগড়ে রামু থানার এএসআই আলমগীরের নেতৃত্বে ২৪ এপ্রিল দিবাগত রাত ঈদগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ৪জনকে আটক করা হয়েছে। আটকৃকতরা হল ঈদগড় ধুমছাকাটা এলাকার নাজির আহমদের পুত্র জসিম উদ্দিন, কোদালিয়াকাটা এলাকার আবদু শুক্কুরের পুত্র নুরুল আমিন, ঈদগড় চরপাড়া এলাকার রশিদ আহমদের স্ত্রী তৈয়বা খাতুন, পূর্বরাজঘাটা এলাকার মৃত মোজাহেরের পুত্র আবু তাহের। রামু থানার এএসআই আলমগীর জানান, সারারাত অভিযান পরিচালনা করে উল্লেখিত ব্যক্তিদেরকে আটক করা হয়েছে। তৎমধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে বন মামলা রয়েছে যার নং-৬৭/১২। এছাড়া অন্য আসামী নুরুল আমিনের বিরুদ্ধে ৬মাসের সাজা সহ অনাদায়ে ৫হাজার টাকা জরিমানা রয়েছে বন মামলায় যার নং-২৯৭/৭। অপর মহিলা আসামী তৈয়বা খাতুন দীর্ঘদিন ধরে ঈদগড় চরপাড়া এলাকায় মদের ব্যবসা চালিয়ে আসছে এবং আটককৃত আবু তাহের ও তার স্ত্রী মিলে দুই জনেই দীর্ঘদিন পূর্ব রাজঘাট এলাকা সহ বাজার এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। এদের কারণে এলাকার পরিবেশ দিন দিন ভারী হয়ে উঠায় এবং এলাকার যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ ধ্বংসের ধারপ্রান্ত থেকে রক্ষা পেতে এদের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর এলাকাবাসীর অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে এবং তদন্ত সাপেক্ষে প্রমান পাওয়ায় ও হাতে নাতে ৫০ লিটার মদ, গাঁজা পাওয়াতে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে। তিনি আরো জানান, ইতিপূর্বে ঈদগড় চরপাড়া ২নং এলাকার ওলা মিয়ার সাবেক স্ত্রী মোহছেনা বেগমকেও মদ সহ আটক করে মাদক দ্রব্য আইনে মামলা সহ জেল হাজতে প্রেরণ করা হয় এবং অচিরেই বাকী যে সমস্ত মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে আটক পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ ঈদগড়কে মাদকমুক্ত করা হবে। এ রিপোর্ট লিখাকালীন সময়ে আটককৃত আসামীরা রামু থানা হেফাজতে রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।